বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গ্রেপ্তার এড়াতে ‘বিষপানে আত্মহত্যা’

  •    
  • ১৮ অক্টোবর, ২০২১ ১০:৩১

পুলিশ বলছে, রবিউল ও তার ছেলে নয়ন ভেজাল সার ও কীটনাশকের ব্যবসা করেন। ৯৯৯ এ খবর পেয়ে তাদের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ভেজাল সারের বস্তা জব্দ করার পাশাপাশি এক লাখ টাকা জরিমানাসহ নয়নকে গ্রেপ্তার করা হয়। আর পালিয়ে যান রবিউল।

বিষপানে চুয়াডাঙ্গার সদরের এক কীটনাশক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। স্থানীয়রা বলছেন, বাড়িতে ভেজাল সার মজুদ এবং বিক্রির অভিযোগে গ্রেপ্তার এড়াতে তিনি এই পথ বেছে নেন।

কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে রোববার রাত ১১টার দিকে রবিউল ইসলাম নামে ওই কীটনাশক বিক্রেতার মৃত্যু হয়। ওই দিন সকালেই নিজ বাড়িতে বিষপান করেন তিনি।

রবিউল ও তার ছেলে নয়ন আলী ভেজাল সার ও কীটনাশক বিক্রি করছেন, রোববার সকালে ৯৯৯ ফোন দিয়ে পুলিশকে বিষয়টি জানান এক কৃষক।

এরপর রবিউল ও নয়নদের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় নয়নকে গ্রেপ্তার করা হলেও পালিয়ে যান রবিউল।

বাবা-ছেলের ভেজাল সার-কীটনাশকের ব্যবসার খবরে এলাকার অনেক কৃষক বিক্ষোব্ধ হয়ে ওঠেন। এর মধ্যেই আসে পলাতক রবিউলের আত্মহত্যার খবর।

বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেন চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

তিনি জানান, রোববার ভোরে নয়ন ঝিনাইদহের শৈলকুপা থেকে সরকারি বস্তায় করে ৭৩ বস্তা ভেজাল টিএসপি সার বিক্রির জন্য বাড়িতে নিয়ে আসেন। বিএডিসির লোগো থাকা বস্তাগুলোও নকল। নয়ন গোয়াল ঘরে সারের বস্তাগুলো রাখার সময় দেখতে পেয়ে জরুরি পরিষেবা ৯৯৯ এ ফোন দিয়ে বিষয়টি পুলিশকে জানান এক কৃষক।

ওই পুলিশ কর্মকর্তা বলেন, পরে পুলিশ অভিযান চালিয়ে ভেজাল সারের বস্তাগুলো জব্দ করে। বিকেলে ভেজাল সার মজুদ ও বিক্রির অপরাধে নয়নকে এক লাখ টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নয়নকে গ্রেপ্তার করা হয়। আর এ সময় পালিয়ে যান রবিউল।

স্থানীয়রা জানান, বাবা-ছেলে দুজন মিলে স্যার ও কীটনাশক ব্যবসা করতেন। ভেজাল সারের বিষয়টি এলাকায় জানাজানি হলে রবিউলের উপর ক্ষুব্ধ হন এলাকাবাসী। পরে সম্মান বাঁচাতে ও গ্রেপ্তার এড়াতে রবিউল বিষপান করেন।

বিষপানের পর রবিউলকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান।

ওসি আরও জানান, ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

এ বিভাগের আরো খবর