মাদক চোরাচালানে আইস (ক্রিস্টালমেথ) সিন্ডিকেটের অন্যতম হোতা মোহাম্মদ হোসেন ওরফে খোকন ও তার সহযোগী মোহাম্মদ রফিককে ৯ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
ঢাকার মহানগর হাকিম শাহিনুর রহমানের আদালত রোববার আসামিদের মাদক মামলায় পাঁচ দিন করে রিমান্ড দেয়। অস্ত্র মামলায় মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভূঁইয়ার আদালত তাদের চার দিনের রিমান্ড আদেশ দেন।
রাজধানীর যাত্রাবাড়ীতে শনিবার এক অভিযানে খোকন ও রফিককে গ্রেপ্তার করে র্যাব। তাদের কাছে পাওয়া যায় প্রায় পাঁচ কেজি আইস ও বিদেশি অস্ত্র। জব্দ করা আইসের আনুমানিক বাজারমূল্য সাড়ে ১২ কোটি টাকা।
র্যাব-১৫-এর নায়েব সুবেদার ফিরোজ আহমেদ অস্ত্র ও মাদক আইনে যাত্রাবাড়ী থানায় তাদের বিরুদ্ধে আলাদা দুটি মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই শরীফুল ইসলাম রোববার দুই আসামিকে আদালতে হাজির করেন। তিনি দুই মামলায় তাদের ২০ দিন করে রিমান্ডের আবেদন করেন।
আবেদনে বলা হয়, আসামিরা মাদকচক্রের সক্রিয় সদস্য। বিশেষ এ সিন্ডিকেট মেথামফেটিন জাতীয় মাদকদ্রব্য আইস সংগ্রহ করে মিয়ানমার থেকে। এরপর কক্সবাজার সীমান্ত থেকে বড় বড় চালান নিয়ে ছড়িয়ে দেয় ঢাকাসহ সারা দেশে। তারা যুবকশ্রেণিসহ অনেক মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন। মাদক কারবারে তারা আগ্নেয়াস্ত্রও ব্যবহার করেন।
আদালতে আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। শুনানি শেষে আদালত আসামিদের রিমান্ডের আদেশ দেন।
র্যাব জানায়, টেকনাফকেন্দ্রিক মাদক কারবারে জড়িত সিন্ডিকেটের অন্যতম হোতা খোকন। তিনি নৌপথে নিয়মিত মিয়ানমার যেতেন। পাঁচ বছর ধরে ইয়াবা কারবারে জড়িত। কয়েক মাস ধরে তারা ভয়ংকর মাদক আইস নিয়ে আসছে। এই সিন্ডিকেটে ২০ থেকে ২৫ জন রয়েছে।