বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মন্দিরের নিরাপত্তায় ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী: জাফরুল্লাহ

  •    
  • ১৭ অক্টোবর, ২০২১ ১৭:০৪

জাফরুল্লাহ বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সব মন্দিরের নিরাপত্তার ব্যবস্থা করার কথা বললেও তিনি ব্যর্থ হয়েছেন। সরকার হিন্দু-মুসলমান সবারই জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। তাই সরকারের উচিত পদত্যাগ করে জাতীয় সরকার প্রতিষ্ঠা করা, নিরপেক্ষ ব্যক্তিদের এনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা। সুষ্ঠু নির্বাচন করে দেশকে ভালো রেখে আমরা একত্রে থাকতে চাই।’

স্বরাষ্ট্রমন্ত্রী দেশের মন্দিরের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন বলে দাবি করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী।

চাঁদপুরের হাজীগঞ্জে হামলায় ক্ষতিগ্রস্ত লক্ষ্মী-নারায়ণ জিউর আখড়া ও বিবেকানন্দ বিদ্যাপীঠ মন্দির পরিদর্শন করে রোববার দুপুরে তিনি এ দাবি করেন।

জাফরুল্লাহ বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সব মন্দিরের নিরাপত্তার ব্যবস্থা করার কথা বললেও তিনি ব্যর্থ হয়েছেন। সরকার হিন্দু-মুসলমান সবারই জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।

‘তাই সরকারের উচিত পদত্যাগ করে জাতীয় সরকার প্রতিষ্ঠা করা, নিরপেক্ষ ব্যক্তিদের এনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা। সুষ্ঠু নির্বাচন করে দেশকে ভালো রেখে আমরা একত্রে থাকতে চাই।’

তিনি বলেন, ‘ভারতে সরকারের যে বন্ধুরা রয়েছে তাদের অবস্থা এখন টলমলে। তারা ভাবছে, বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া এখন অন্যদের সঙ্গে যোগাযোগ করবে কি না। সেটা হাসিনা বুঝতে পেরে দাবি করছেন, তিনি ছাড়া আর কেউ তাদের রক্ষা করতে পারবেন না। তবে তিনি ব্যর্থ হয়েছেন।

‘যখন নরেন্দ্র মোদির স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এই দেশে আসা নিয়ে মৌলভিরা আন্দোলন করছিল, তারা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। একাধিকবার দেখাও করেছেন। বিষয়টি ভারতীয় গোয়েন্দা বাহিনী ভালো চোখে দেখেনি।’

মন্দির পরিদর্শন শেষে জাফরুল্লাহ চৌধুরী বুধবার রাতে সংঘর্ষের সময় নিহতদের পরিবারের খোঁজখবর নেন ও কবর জিয়ারত করেন।

জাফরুল্লাহ চৌধুরীর সঙ্গে উপস্থিত ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, ‘দেশে একটি গণ-অভ্যুত্থান আসন্ন। আমরা গণ-অভ্যুত্থান সৃষ্টির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ সময় মানুষের দৃষ্টিকে অন্য খাতে প্রবাহিত করার জন্য সরকার সুপরিকল্পিতভাবে হেফাজত, জামায়াতকে মাঠে নামিয়েছে। এদের দিয়ে সুপরিকল্পিতভাবে মন্দিরে হামলা করাচ্ছে।

‘আমরা দেখতে পাচ্ছি কারা হামলা করছে। এতে জামায়াত, শিবির যেমন দায়ী, সঙ্গে সরকারি দলও দায়ী। তারাও হামলার সঙ্গে জড়িত। আমরা এখানে এসে অনেক তথ্য জানতে পেরেছি। সেগুলো ঢাকায় গিয়ে প্রকাশ করব। আমরা সরকারকে ধিক্কার, প্রতিবাদ ও নিন্দা জানাই।’

কুমিল্লায় পূজামণ্ডপে পবিত্র কোরআন অবমাননার অভিযোগের জেরে চাঁদপুরের হাজীগঞ্জে বুধবার রাতে একাধিক মন্দিরে হামলা ও পুলিশের সঙ্গে হামলাকারীদের সংঘর্ষ হয়। গুলিবিদ্ধ হয়ে নিহত হয় তিন যুবক ও এক কিশোর।

পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি করা হয় ১৪৪ ধারা ও পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয় দুই প্লাটুন বিজিবি।

পরদিন বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের চট্টগ্রামের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেনসহ জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। সাত কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দেয়ার কথা বলা হয়েছে।

এ বিভাগের আরো খবর