সারা দেশে জামায়াত-বিএনপির সাম্প্রদায়িক উসকানিতে সহিংসতার অভিযোগ তুলে লক্ষ্মীপুরে মানববন্ধন করেছে জেলা ছাত্রলীগ।
লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ কর্মসূচির আয়োজন করা হয়।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে জেলা, উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নেন।
জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাসেল মাহমুদ মান্না বলেন, ‘লক্ষ্মীপুরের রামগঞ্জ ও রামগতিসহ দেশের বিভিন্ন জায়গায় জামায়াত-বিএনপি সাম্প্রদায়িক উসকানি দিয়ে মন্দিরে মন্দিরে তাণ্ডব চালিয়েছে। জামায়াত-বিএনপির পরিকল্পিতভাবে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করছে। তারা এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে কখনও সফল হবে না।’
সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান বক্তারা।
মানববন্ধনে আওয়ামী লীগ নেতা জহির উদ্দিন, হুমায়ুন কবির পাটওয়ারী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ, জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরীফ ও সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।