ওসি জানান, কোনো ধরনের উস্কানি বা পরিস্থিতি ঘোলাটে করার কোনো চেষ্টা যেন কেউ না করতে পারে, সেজন্য গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
চট্টগ্রামের আন্দরকিল্লাহ জামে মসজিদ চত্বরে শুক্রবার জুমার নামাজ শেষে বিক্ষোভ সমাবেশ করেছেন মুসল্লিরা।
সমাবেশ থেকে মিছিল বের করার চেষ্টা করলে তাদের বাধা দেয় পুলিশ। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তবে এতে কেউ আহত হননি।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন নিউজবাংলাকে এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, কুমিল্লার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মুসল্লিরা জুমার পর বিভিন্ন স্লোগানে মিছিল বের করে। উত্তেজনা এড়াতে তাদের বাধা দেয়া হয়।
ওসি আরও জানান, কোনো ধরনের উস্কানি বা পরিস্থিতি ঘোলাটে করার কোনো চেষ্টা যেন কেউ না করতে পারে, সেজন্য গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।