সিরাজগঞ্জের কামারখন্দে পূর্বশত্রুতার জেরে পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে।
উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের নগরপাড়া গ্রামে বুধবার রাতের কোনো একসময় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত মৎস্য ব্যবসায়ী আব্দুল মোমিন শেখ নিউজবাংলাকে বলেন, ‘আমার সাড়ে তিন বিঘার একটি পুকুর আছে। পুকুরটিতে ৭০ হাজার টাকার রুই, কাতল, পুঁটিসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা ছাড়ি।
‘বৃহস্পতিবার সকালে হঠাৎ কিছু মাছ পানিতে ভেসে ওঠে। একপর্যায়ে পুকুরের সব মাছই মরে যায়। আমার প্রায় সাড়ে ৩ লাখ টাকার ক্ষতি হয়ে গেল।’
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ নিউজবাংলাকে বলেন, আব্দুল মমিন বৃহস্পতিবার সকালে মাছ মেরে ফেলার অভিযোগ এনে একটি মামলা করেছেন। বিষয়টির তদন্ত শেষে ব্যবস্থা নেয়া হবে।