দ্বিতীয় দফায় হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার দাবি জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, চিকিৎসকরা জানিয়েছেন বেগম জিয়ার বর্তমানের শারীরিক অবস্থায় তার চিকিৎসা দেশে সম্ভব নয়।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে বুধবার বিএনপির ভাইস চেয়ারম্যান আফসার আহমেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘খালেদা জিয়া কয়েকদিন ধরে হালকা জ্বর অনুভব করছেন। এছাড়া শারীরিক বিভিন্ন সমস্যায় ভুগছেন। তার পরীক্ষা-নিরীক্ষা চলছে। এ জন্যই তাকে হাসপাতালে নেয়া হয়েছে।’
চিকিৎসকদের বরাত দিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘তার নানাবিধ শারীরিক জটিলতা রয়েছে। যেগুলোর চিকিৎসা একসঙ্গে করানো সম্ভব নয়। এমনকি দেশেও সম্ভব নয়। তাই পূর্ণাঙ্গ চিকিৎসার জন্য তাকে বিদেশে নিতে হবে।’
তবে সরকার কেন তাকে তার ন্যায্য জামিন দিচ্ছেন না সে বিষয়ে প্রশ্ন করেন ফখরুল। তাই বেগম জিয়াকে বাঁচাতে ও রক্ষা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নামার আহ্বান জানান বিএনপি মহাসচিব।
আয়োজক সংগঠনের আহ্বায়ক জাহানারা সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন দলের ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহ্বায়ক আব্দুস সালাম, গণশিক্ষা বিষয়ক সম্পাদক সেলিম ভূঁইয়া, সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, কৃষক দল নেতা কে এম রকিবুল ইসলাম রিপন।