দিনাজপুরে একটি বাসে অভিযান চালিয়ে তিন হাজার পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেপ্তার করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।
দিনাজপুর সদর উপজেলার পাঁচবাড়ী এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে মঙ্গলবার রাত ১২টার দিকে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক রাজিউর রহমান।
ইয়াবাসহ গ্রেপ্তার আরিফা বেগম দিনাজপুর সদর উপজেলার নিশ্চিন্তপুর ভাটপাড়া গ্রামের শাহাজাহান সরকারের স্ত্রী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক লোকমান হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবাড়ী বাজারে ঢাকা থেকে আসা শ্যামলী কোচে অভিযান পরিচালনা করি। অভিযানে তিন হাজার পিস ইয়াবাসহ ওই নারীকে আটক করা হয়। সে দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত।’
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরিফা ঢাকা থেকে মাদকদ্রব্য নিয়ে এসে স্থানীয়দের মধ্যে বিক্রির কথা স্বীকার করেছেন। এর আগেও তিনি একাধিকবার এভাবে মাদকদ্রব্য নিয়ে এসে বিক্রি করেছেন।
আরিফার স্বামী শাহাজাহানের বিরুদ্ধে মাদকের ৮ থেকে ১০টি মামলা রয়েছে জানিয়ে অধিদপ্তরের এ কর্মকর্তা জানান, তাদের পুরো পরিবার মাদক কারবারের সঙ্গে জড়িত। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর ওই নারীকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।