বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পৌরসভার ভোটার হলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী

  •    
  • ১২ অক্টোবর, ২০২১ ১৩:১৬

সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান বলেন, ‘এতদিন তথ্য গোপন করে সাংগঠনিক দায়িত্ব পালন করে এসেছেন। এটি শৃঙ্খলা পরিপন্থি। এ ব্যাপারে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

পৌরসভার ভোটার হয়েও নীলফামারী সদরের সোনারায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের জন্য আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন হামিদুল ইসলাম। এ নিয়ে এলাকায় চলছে সমালোচনা।

হামিদুল জানিয়েছেন, ভোটার স্থানান্তরের জন্য এরইমধ্যে তিনি নির্বাচন কমিশনে আবেদন করে রেখেছেন। আর উপজেলা আওয়ামী লীগ নেতারা বলছেন, হামিদুল তথ্য গোপন করে মনোনয়নের আবেদন করেছেন। তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

হামিদুল ইসলাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন নয় বছর ধরে।

তিনি থাকেন নীলফামারী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের শান্তিনগর এলাকায়। পৈত্রিক ঠিকানা সোনারায় হলেও তিনি সেখানকার ভোটার নন বা সেখানে বসবাস করেন না।

ইউনিয়ন শ্রমিক লীগের আহবায়ক ও প্রাক্তন চেয়ারম্যান অশ্বিনী কুমার রায় বলেন, ‘ছয় জন মনোনয়ন চেয়েছিলাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে। তার নামে নৌকা প্রতীক এসেছে। অথচ তিনি এলাকার ভোটারই নন। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা দরকার।’

হামিদুল ইসলাম জানিয়েছেন, তার ভুলের কারণে এমন হয়েছে।

তিনি বলেন, ‘এটি আমার ভুলের কারণে হয়েছে। আমি জানতাম না যে ইউনিয়ন কমিটিতে থাকতে হলে ইউনিয়নের ভোটার হতে হবে। ভোটার স্থানান্তরের জন্য নির্বাচন অফিসে আবেদন করেছি।’

উপজেলা নির্বাচন কর্মকর্তা আফতাবুজ্জামান জানান, হামিদুলের আবেদন পাওয়া গেছে। তবে ঠিকানা পরিবর্তনের কাজ এখন বন্ধ আছে।

হামিদুলের বিরুদ্ধে ঠিকানা গোপন করার অভিযোগ তুলে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান বলেন, ‘এতদিন তথ্য গোপন করে সাংগঠনিক দায়িত্ব পালন করে এসেছেন। এটি শৃঙ্খলা পরিপন্থি। এ ব্যাপারে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

নীলফামারীর ১১ ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচনের ভোট হবে আগামী ১১ নভেম্বর।

এ বিভাগের আরো খবর