বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

টিকা মিলবে ক্যাম্পাসেই

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১১ অক্টোবর, ২০২১ ২২:২৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক আজিজুর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী ইউজিসি থেকে দেয়া ইউনিভ্যাকের মাধ্যমে টিকার জন্য রেজিস্ট্রেশন করেছেন, তারা আগামী ১৭ অক্টোবর থেকে ক্যাম্পাসেই টিকা নিতে পারবেন।’

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ইউনিভ্যাকের মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী কোভিড-১৯ টিকার জন্য রেজিস্ট্রেশন করেছেন, তারা বিশ্ববিদ্যালয় থেকেই টিকা নিতে পারবেন।

শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) আগামী ১৭ অক্টোবর থেকে এ কার্যক্রম শুরু হবে। চলবে ২২ অক্টোবর পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক আজিজুর রহমান সোমবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী ইউজিসি থেকে দেয়া ইউনিভ্যাকের মাধ্যমে টিকার জন্য রেজিস্ট্রেশন করেছেন, তারা আগামী ১৭ অক্টোবর থেকে ক্যাম্পাসেই টিকা নিতে পারবেন।’

তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয় কেন্দ্রে কোভিড-১৯ টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ দেয়া হবে। প্রথম ডোজের জন্য শিক্ষার্থীদের অবশ্যই রেজিস্ট্রেশনের কপি নিয়ে আসতে হবে। এ ছাড়া দ্বিতীয় ডোজ গ্রহণের জন্য প্রথম ডোজের প্রমাণপত্র সঙ্গে নিয়ে আসতে হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আগামী ১৭ অক্টোবর আবাসিক হল খুলে দেয়া হবে। সেই সঙ্গে ২১ অক্টোবর থেকে সশরীরে ক্লাস শুরু।

এক ডোজ টিকা না নিলে হলে বা শ্রেণিকক্ষে প্রবেশের অনুমতি দেয়া হবে না বলে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এ বিভাগের আরো খবর