আনোয়ারা থানার পরিদর্শক (তদন্ত) সৈয়দ ওমর জানান, সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো একসময় হাতির আক্রমণে তার মৃত্যু হয়েছে।
চট্টগ্রামের আনোয়ারায় রাস্তার পাশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার মধ্যম গুয়াপঞ্চক গ্রামের মোহাম্মদ উল্যাপাড়া থেকে সোমবার সকাল ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।
আনোয়ারা থানার পরিদর্শক (তদন্ত) সৈয়দ ওমর নিউজবাংলাকে জানান, সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় হাতির আক্রমণে তার মৃত্যু হয়েছে।
রাতে ওই এলাকায় বুনো হাতির দল এসেছিল বলে জানিয়েছে স্থানীয়রা।
মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।