চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে এক নির্মাণশ্রমিককে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের বিপরীতে একটি নির্মাণাধীন ভবনের সামনে থেকে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা তাকে আটক করে প্রশাসনের কাছে হস্তান্তর করেন।
আটক মোহাম্মদ মাসেদ বরিশালের বাসিন্দা।
ভুক্তভোগী ওই ছাত্রী জানান, কেন্দ্রীয় মসজিদের বিপরীতে একটি নির্মাণাধীন ভবনের নির্মাণশ্রমিক মাসেদ গত এক সপ্তাহ ধরে তাকে উত্ত্যক্ত করে আসছেন। এতদিন বিষয়টি এড়িয়ে চললেও সোমবার সকালে টিউশনে যাওয়ার পথে আবারও উত্ত্যক্ত করেন।
পরে সহপাঠীদের জানালে তারা সেই শ্রমিককে আটক করে প্রক্টরিয়াল বডির কাছে নিয়ে যান।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রবিউল হাসান ভুইয়া নিউজবাংলাকে জানান, খবর পেয়ে প্রক্টরিয়াল টিমের সদস্যরা পুলিশ বক্সে উপস্থিত হন। আটকের পর ওই শ্রমিক দোষ স্বীকার করে ক্ষমা চান। পরে বিশ্ববিদ্যালয়ের আশপাশে আর কাজ করবে না এ শর্তে পুলিশের উপস্থিতিতে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়।