চট্টগ্রামের ফিরিঙ্গিবাজারে পূজামণ্ডপে নিয়ে যাওয়ার পথে প্রতিমা ভাঙচুরের মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উপজেলার কোতোয়ালি মোড়ের ফলের আড়তের সামনে রোববার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
শিববাড়ি পূজামণ্ডপের সাধারণ সম্পাদক শুব্রত রোববার রাত ২টার দিকে কোতোয়ালি থানায় মামলা করেন। পরে রাতেই অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তবে পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তার তিনজনের নাম-পরিচয় জানানো হয়নি।
কোতোয়ালি থানা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি লিটন কুমার শীল জানান, পিএনজি পুকুরপাড় থেকে রোববার রাত ১১টার দিকে মিনি ট্রাকে করে শিববাড়ি পূজামণ্ডপে প্রতিমা নিয়ে যাওয়া হচ্ছিল। পথে কোতোয়ালি মোড়ে ফলের আড়ত থেকে জাম্বুরা ছুড়ে মারলে প্রতিমার একটি হাত ভেঙে যায়। খবরটি ছড়িয়ে পড়লে হিন্দু সম্প্রদায়ের কয়েক শ মানুষ কোতোয়ালি থানার সামনে বিক্ষোভ করেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন বলেন, ‘এ ঘটনায় রাত ২টার দিকে মামলা হলে কোতোয়ালি ফলের আড়ত থেকে প্রথমে দুইজনকে গ্রেপ্তার করি। পরবর্তী সময়ে তাদের দেয়া তথ্যে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে পববর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।’