ময়মনসিংহ শহরে ট্রেনের ধাক্কায় মিনহাজ মিয়া নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
নগরীর কাশর এলাকার রেললাইনে রোববার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
১৫ বছরের মিনহাজ কাশর এলাকার রবি মিয়ার ছেলে। সে নগরীর গোহাইলকান্দী ড্যাফোডিল মডেল স্কুলে অষ্টম শ্রেণিতে পড়ত।
তার মৃত্যুর বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিদর্শক শফিকুল ইসলাম।
মিনহাজকে আহত অবস্থায় এই হাসপাতালে নেয়া হয় বলে জানান শফিকুল। সেখানে রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।
মিনহাজের স্বজনদের বরাত দিয়ে শফিকুল বলেন, প্রায়ই ওই রেললাইনে বসে কানে হেডফোন লাগিয়ে গান শুনতো সে। রোববার সন্ধ্যায়ও হয়ত তাই করছিল।
সে সময় জামালপুর থেকে ময়মনসিংহগামী যমুনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সে ছিটকে রাস্তায় পড়ে। স্থানীয়রা তাকে নিয়ে ময়মনসিংহ মেডিক্যালে ভর্তি করে। ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান বলেন, ঘটনাস্থলের রেললাইনটি জামালপুর রেলওয়ে থানার আওতাধীন। পরিবার অভিযোগ করলে তারা আইনগত ব্যবস্থা নেবে।