ফেনীর ছাগলনাইয়া পৌরসভা নির্বাচনে কার্যত ক্ষমতাসীন আওয়ামী লীগ ছাড়া আর কোনো দল অংশ নিচ্ছে না। দলীয় সিদ্ধান্তের কারণে নেই বিএনপি। অন্য কোনো দলের প্রার্থীও মনোনয়নপত্র তোলেননি। এতে আওয়ামী লীগের প্রার্থীদের জয় অনেকটাই নিশ্চিত।
দলীয় মনোনয়ন পেতে তাই এখন দৌড়ঝাঁপ শুরু করেছেন ক্ষমতাসীন দলের নেতারা। তবে এতে বের হয়ে এসেছে দলের ভেতরের দ্বন্দ্ব। এক মেয়র পদেই পাঁচজন মনোনয়নপত্র তুলেছেন। কাউন্সিলর পদে নির্দিষ্ট প্রার্থীকে আগেই সম্মতি দেয়ার কথা শোনা গেলেও প্রতিটি ওয়ার্ডে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৪-৫ জন।
স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা জানিয়েছেন, নির্বাচনকে সামনে রেখে পৌর আওয়ামী লীগের গৃহবিবাদ প্রকাশ্য চলে এসেছে। জেলা আওয়ামী লীগের নির্দেশনায় বর্তমান মেয়র মোহাম্মদ মোস্তফা দলীয় ফর্ম সংগ্রহ করেছেন বলা হলেও আরও চার প্রার্থীর মনোনয়নপত্র নেয়ার ঘটনায় দলীয় কোন্দল আর চাপা থাকেনি।
তারা আরও জানান, বর্তমান মেয়র মোহাম্মদ মোস্তফাকে ঠেকাতে একাট্টা হয়েছেন অন্য প্রার্থীরা। তারা এখন মনোনয়ন পেতে কেন্দ্রে তোড়জোড় চালাচ্ছেন। তবে পুরো বিষয়টিই নির্ভর করছে দলের কেন্দ্রীয় নির্বাচনি বোর্ডের সিদ্ধান্তের ওপর।
উপজেলা নির্বাচন কমিশন জানিয়েছে, আয়তনে দেশের দ্বিতীয় বৃহত্তম পৌরসভাটিতে ভোট হবে ২ নভেম্বর। ৯ অক্টোবর মনোনয়ন জমার শেষ দিন। ২৮ বর্গকিলোমিটারের পৌরসভায় এবারের নির্বাচনে ভোটার ৩৫ হাজার ৫৮৪ জন।
পৌর নির্বাচনে মেয়র পদে এখন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত।
মনোনয়নপত্র নেয়া পাঁচজন হলেন বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মোস্তফা, ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কামরুল হাসান, যুবলীগ নেতা মির্জা জাহাঙ্গীর আলম ও জাকের হায়দার।
ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা জানিয়েছেন, ৪ অক্টোবর বর্তমান মেয়র মোহাম্মদ মোস্তফা ফেনী জেলা আওয়ামী লীগের নির্দেশনায় দলীয় মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেন। এরপর দলের আরও চারজন নির্বাচন অফিস থেকে মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মেয়র ছাড়া কাউন্সিলর পদেও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আওয়ামী লীগের একাধিক নেতা। কাউন্সিলর পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থীদের আগেই ‘গ্রিন সিগনাল’ দেয়ার কথা শোনা গেলেও প্রতিটি ওয়ার্ডে ৪-৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এতে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বিতা হবে অনেকটা আওয়ামী লীগের সঙ্গেই।
এ বিষয়ে ছাগলনাইয়া পৌরসভার বর্তমান মেয়র মোহাম্মদ মোস্তফা বলেন, ‘তৃণমূলের ভোটে আমার নাম ১ নম্বরে ঘোষণা করা হয়। ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপির নির্দেশনায় আমি দলীয় মনোনয়ন সংগ্রহ ও জমা দিয়েছি।
‘দলীয় কোন্দল সৃষ্টির উদ্দেশ্যে যারা প্রার্থী হয়েছেন তাদের বিষয়টি জেলা আওয়ামী লীগ দেখবে।’
ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন মজুমদার জানান, বর্তমান মেয়র আওয়ামী লীগের নেতা-কর্মীদের মূল্যায়ন করেননি। তবে তিনি এর আগে একাধিকবার মেয়র পদে দলের মনোনয়ন চাইলেও পাননি। এবার অবশ্য দলীয় মনোনয়ন পাবেন বলে আশাবাদী।
ফেনী জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি প্রিয় রঞ্জন দত্ত জানান, ছাগলনাইয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থীদের একটি প্যানেল কেন্দ্রে পাঠানো হয়েছে। চূড়ান্ত মনোনয়ন পেতে তিনজন এখন ঢাকায় কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন। তারা জোর তদবির করছেন, কারণ অন্য দল মাঠে না থাকায় নৌকা প্রতীক পেলে জয় এক প্রকার নিশ্চিত।
ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল জানান, দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ করে আওয়ামী লীগ থেকে মেয়র ও কাউন্সিলর পদে যারা মনোনয়ন পাবেন, তাদের জয়ী করতে সর্বোচ্চ চেষ্টা করা হবে।