বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নদীতে গোসল করতে নেমে কলেজছাত্রের মৃত্যু

  •    
  • ৭ অক্টোবর, ২০২১ ২১:৪১

ফুলবাড়ী থানার ওসি আশরাফুল ইসলাম জানান, দুপুরে কলেজ থেকে বাড়ি ফিরে কয়েক বন্ধু মিলে ছোট যমুনা নদীতে গোসল করতে নামে বাঁধন। এর কিছুক্ষণ পরই তীব্র স্রোতে বাঁধন তলিয়ে যায়। বিকেলে রংপুর থেকে একটি ডুবুরি দল এসে বিকেল সাড়ে ৫টার দিকে ঘটনাস্থল থেকে দুই কিলোমিটার দূরে বাঁধনের মরদেহ উদ্ধার করে।

দিনাজপুরের ফুলবাড়ীর ছোট যমুনা নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে স্রোতে তলিয়ে মারা গেছে এক কলেজছাত্র।

ফুলবাড়ী পৌর এলাকার দক্ষিণ কৃষ্ণপুর ছোট যমুনা নদীর মাদ্রাসা ঘাট থেকে দুই কিলোমিটার দূরে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে দুপুরে ওই ঘাটে গোসল করতে নেমে তীব্র স্রোতে তলিয়ে যায় ওই ছাত্র।

মৃত কলেজছাত্রের নাম বাঁধন আকন্দ। সে উপজেলার দক্ষিণ কষ্ণপুর গ্রামের শাহাজাহান আকন্দের ছেলে এবং ফুলবাড়ী বিএম ইনস্টিটিউটের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, দুপুরে কলেজ থেকে বাড়ি ফিরে কয়েক বন্ধু মিলে ছোট যমুনা নদীতে গোসল করতে নামে বাঁধন। এর কিছুক্ষণ পরই তীব্র স্রোতে বাঁধন তলিয়ে যায়। পরে স্থানীয়রা ও উপজেলা ফায়ার সার্ভিস তাকে খুঁজতে শুরু করে।

বিকেলে রংপুর থেকে একটি ডুবুরি দল এসে বিকেল সাড়ে ৫টার দিকে ঘটনাস্থল থেকে দুই কিলোমিটার দূরে বাঁধনের মরদেহ উদ্ধার করে।

কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ফুলবাড়ী থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

এ বিভাগের আরো খবর