ভোট সুষ্ঠু না হওয়ার অভিযোগ করে রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার মেয়র পদের উপনির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী জান্নাতুন ফেরদাউস।
আর রাজশাহী সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে উপনির্বাচনে দুই প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। তবে ভোট গ্রহণ ব্যাহত হওয়ার মতো ঘটনা ঘটেনি।
তবে জেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম বলছেন, ‘এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবেই ভোট চলছে।’
রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার মেয়র পদে উপনির্বাচনের ভোট শুরু হয়েছে বৃহস্পতিবার সকাল থেকে। পৌরসভার ১৬টি কেন্দ্রে চলছে ভোট। তবে ভোট শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই তা বর্জনের ঘোষণা দেন স্বতন্ত্র মেয়র প্রার্থী জান্নাতুন ফেরদাউস।
তিনি গোদাগাড়ী পৌরসভার প্রয়াত মেয়র মনিরুল ইসলাম বাবুর স্ত্রী। নারিকেল গাছ প্রতীকের এ প্রার্থী দুপুর পৌনে ১২টার দিকে ফেসবুক লাইভে এসে ভোট লুটপাটের অভিযোগ এনে তা বর্জনের ঘোষণা দেন।
জান্নাতুন ফেরদাউসের ছেলে নাইস ইকবাল বলেন, ‘আম্মা ভোট বর্জন করেছে। নিজের ফেসবুক আইডি থেকে লাইভ করে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন।’
গোদাগাড়ী পৌরসভায় মেয়র পদে চার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে আওয়ামী লীগের অয়েজ উদ্দিন বিশ্বাস (নৌকা) ছাড়া বাকি তিনজনই স্বতন্ত্র প্রার্থী। তারা হলেন জান্নাতুল ফেরদাউস (নারিকেল গাছ), গোলাম কিবরিয়া রুলু (মোবাইল ফোন) ও আমিনুল ইসলাম (জগ)।
কাউন্সিলর নির্বাচন
গোদাগাড়ী পৌরসভা ছাড়া রাজশাহী সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে উপনির্বাচনে চারটি কেন্দ্রে ভোট চলছে।
দুপুর ১২টার দিকে নগরীর হোসনীগঞ্জ এলাকায় দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়ায়। এক পর্যায়ে সেখানে ধাওয়া পাল্টা ধাওয়ারও ঘটনা ঘটে। তারা প্রতিপক্ষের পোস্টার ছিঁড়ে ফেলে।
এখানকার ভোটযুদ্ধে পাঁচজন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তাদের মধ্যে রাসেল জামান ‘টিফিন ক্যারিয়ার’ প্রতীক, সাইফুল্লাহ শান্ত ‘করাত’, একেএম রাশেদুল হাসান টুলু ‘ঠেলাগাড়ি’, শামিমুর রহমান ওরফে রিডার ‘রেডিও’ ও সোয়েব হাসান বাবু ‘ঘুড়ি’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
স্থানীয়রা জানায়, কেন্দ্রের বাইরে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুপুর ১২টার দিকে রাসেল জামান ও একেএম রাশেদুল হাসান টুলুর সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। সেখানে বেশ কিছু পোস্টার ছিঁড়ে পড়ে থাকতেও দেখা গেছে।
এ বিষয়ে রাসেল জামান বলেন, ‘এখানে কোনো মারামারির ঘটনা ঘটেনি। আমাদের কেউ আহতও হয়নি।’
একেএম রাশেদুল হাসান টুলুও দাবি করেন তার সমর্থকদের সঙ্গে উল্লেখ করার মতো কোনো ঘটনা ঘটেনি।
রাজশাহীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মন বলেন, ‘আমি এমন কোনো ঘটনার কথা শুনিনি। প্রতি ঘণ্টায় আমি ও আমার দল টহল দিচ্ছে। হতে পারে এটি মিথ্যা তথ্য।’
রাজশাহী সিনিয়র নির্বাচন অফিসার সাইফুল ইসলাম বলেন, ‘রাসিকের ৯ নম্বর ওয়ার্ড ও গোদাগাড়ীর উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। এখন পর্যন্ত সুষ্ঠুভাবে সুন্দর পরিবেশে ভোট চলছে বলেই আমাদের কাছে তথ্য আছে।’