হবিগঞ্জের বাহুবলে রাস্তা পারাপারের সময় মায়ের সামনে ছেলের মৃত্যু হয়েছে।
ঢাকা-সিলেট মহাসড়কের দ্বিগাম্বর বাজার এলাকায় বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।
বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান খান নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
১০ বছর বয়সী নিহত সোয়েব মিয়া উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামের মারুফ মিয়ার ছেলে। সে স্থানীয় একটি ব্র্যাক স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান খান জানান, মায়ের সঙ্গে রাস্তা পার হচ্ছিল সোয়েব। ওই সময় সিলেটগামী ইউনাইটেড পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যায় সে।
তিনি বলেন, ‘বাসটিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছেন।’