গাজীপুরের শ্রীপুরে স্কুলে যাওয়ার সময় অটোরিকশাচাপায় নিহত হয়েছে আট বছরের মনির হোসেন।
শ্রীপুরের জৈনাবাজার শৈলাট আঞ্চলিক সড়কের গোতার বাজার এলাকায় বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনা ঘটে।
মনির জৈনাবাজারের নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। তার বাড়ি নয়াপাড়া গ্রামে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহনাজ পারভীন জানান, সকালে বাজার এলাকার একটি মুদি দোকানের সামনে দাঁড়িয়ে ছিল মনির। এ সময় দ্রুত গতির একটি অটোরিকশা মনিরকে চাপা দিয়ে হিঁচড়ে কিছুদূর নিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এর পরপরই অটোরিকশাচালক পালিয়ে যান।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, শিশুর পরিবার মামলা করতে চায় না। তাই ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।