পাবনার ঈশ্বরদীতে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নির্মাণশ্রমিক নিহত হয়েছেন।
উপজেলার সাহাপুর ইউনিয়নের দিয়াড়সাহাপুর ক্লাব মোড়ে বুধবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. শফিকুল ইসলাম।
নিহত ৪৪ বছর বয়সী শফিকুলের বাড়ি উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের খয়ের বাড়িয়া গ্রামে। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সাব-ঠিকাদার রোসেম কোম্পানিতে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতেন।
প্রত্যক্ষদর্শী ও পারিবারের বরাত দিয়ে ওসি জানান, সকালে মোটরসাইকেল চালিয়ে প্রকল্পে কাজে যাচ্ছিলেন শফিকুল। পথে সাহাপুর ইউনিয়নের দিয়াড়সাহাপুর ক্লাব মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার বাইকের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান শফিকুল।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। দুর্ঘটনার পর চালক ট্রাকটি নিয়ে পালিয়ে গেছেন। ট্রাকচালককে আটকের চেষ্টা চলছে।
এ ঘটনায় মামলা হবে বলেও জানান ওসি।