বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাসের ধাক্কায় পুলিশ কর্মকর্তা নিহত

  •    
  • ৬ অক্টোবর, ২০২১ ০১:৩৮

এসআই জামান নিউজবাংলাকে জানান, চিকিৎসকের কাছে যেতে এএসআই আরিফুজ্জামান স্ত্রী-সন্তানকে নিয়ে মোটরসাইকেলে পাগলাপীর এলাকা থেকে রংপুর শহরে যাচ্ছিলেন। পথে হাজিরহাটের কোল্ড স্টোরেজের সামনের রাস্তায় একটি গর্তে পানি দেখে দাঁড়ান তিনি। ওই সময় একটা ট্রাক ও রুপা এন্টারপ্রাইজ নামে একটি বাস মুখোমুখি হলে বাসের চালক ব্রেক করেন। এতে বাসের পেছনের অংশ ঘুরে গিয়ে আরিফের মোটরসাইকেলে ধাক্কা দিলে তিনি ও ছেলে গাড়ির নিচে পড়ে। তার স্ত্রী ছিটকে পড়েন সড়ক উপর।

রংপুরের হাজিরহাট এলাকায় বাসের ধাক্কায় রংপুর সদর কোতোয়ালি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আরিফুজ্জামান নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছে তার স্ত্রী ও ছেলে।

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে আরিফের মৃত্যু হয়। তার স্ত্রী ও একমাত্র ছেলে একই হাসপাতালে চিকিৎসাধীন। তবে তারা শঙ্কামুক্ত।

সদর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) জামান নিউজবাংলাকে জানান, চিকিৎসকের কাছে যেতে এএসআই আরিফুজ্জামান স্ত্রী-সন্তানকে নিয়ে মোটরসাইকেলে পাগলাপীর এলাকা থেকে রংপুর শহরে যাচ্ছিলেন। পথে হাজিরহাটের কোল্ড স্টোরেজের সামনের রাস্তায় একটি গর্তে পানি দেখে দাঁড়ান তিনি।

ওই সময় একটা ট্রাক ও রুপা এন্টারপ্রাইজ নামে একটি বাস মুখোমুখি হলে বাসের চালক ব্রেক করেন। এতে বাসের পেছনের অংশ ঘুরে গিয়ে আরিফের মোটরসাইকেলে ধাক্কা দিলে তিনি ও ছেলে গাড়ির নিচে পড়ে। তার স্ত্রী ছিটকে পড়েন সড়ক উপর।

তিনি আরও জানান, গুরুতর আহত তাদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।

কোতোয়ালি থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, রুপা এন্টারপ্রাইজ নামে বাসটি জব্দ করেছে হাজিরহাট থানা পুলিশ। তবে চালক দুর্ঘটনার পর পলিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আরিফুজ্জামান ২০০৬ সালে কনস্টেবল হিসেবে পুলিশ বাহিনীতে যোগ দেন। পদোন্নতি পেয়ে পরে এএসআই হন। তার বাড়ি নীলফামারীর ডিমলা উপজেলার শালহাট এলাকায়।

এ বিভাগের আরো খবর