যশোরের শার্শায় ট্রাকের ধাক্কায় মাহেন্দ্রাচালক ও এর এক যাত্রী নিহত হয়েছেন।
উপজেলার নাভারন-সাতক্ষীরা মহাসড়কের শার্শার নীলকান্ত মোড়ে মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মাহেন্দ্রাচালক নুরু গাইন ও যাত্রী রাকিবুল ইসলাম রাকিব। নুরু গাইনের বাড়ি শার্শার বাগআচড়া সাতমাইল গ্রামে এবং রাকিবের বাড়ি শার্শার সামটা গ্রামে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম জানান, বাগআচড়া থেকে নাভারনমুখী মাহেন্দ্রাটি নীলকান্ত মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক এটিকে ধাক্কা দেয়।
এতে নুরু ও রাকিব আহত হন। স্থানীয়রা উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নেয়ার সময় পথেই তাদের মৃত্যু হয়।
ওসি আরও জানান, ট্রাকটি পুলিশের হেফাজতে আছে। ড্রাইভার ও হেলপার পলাতক।