বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইউএনওর ফোন নম্বর ক্লোন করে টাকা দাবি

  •    
  • ৫ অক্টোবর, ২০২১ ০০:৩৭

ইউএনও শামসুল আরেফীন নিউজবাংলাকে বলেন, ‘সোমবার দুপুরে পীরগাছা সদর, পারুল, কল্যাণী ও ইটাকুমারী ইউপি চেয়ারম্যনের কাছে ফোন এসেছে বলে জানতে পারি। তাদের ফোনে এ সময় আমার মোবাইল নম্বরটি ভেসে ওঠে। তাদের বিভিন্ন প্রকল্পের জন্য ডিসি অফিসে টাকা দেয়ার কথা বলা হয়।’

রংপুরের পীরগাছায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুল আরেফীনের সরকারি মোবাইল নম্বর ক্লোন করে টাকা চাওয়ায় অভিযোগ পাওয়া গেছে।

সোমবার দুপুর ১টা থেকে ২টার মধ্যে পীরগাছা সদর, পারুল, কল্যাণী ও ইটাকুমারী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যনের কাছে বিভিন্ন প্রকল্পের জন্য ডিসি অফিসে টাকা দিতে বলা হয়।

এ ঘটনায় সোমবার দুপুরে ইউএনও শামসুল আরেফীন ‘উপজেলা প্রশাসন পীরগাছা রংপুর’ নামের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন।

এতে বলা হয়, ‘উপজেলা নির্বাহী অফিসার-পীরগাছার দাপ্তরিক মোবাইল ফোন নম্বরটি ক্লোন করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো।’

ইউএনও শামসুল আরেফীন নিউজবাংলাকে বলেন, ‘সোমবার দুপুরে পীরগাছা সদর, পারুল, কল্যাণী ও ইটাকুমারী ইউপি চেয়ারম্যনের কাছে ফোন এসেছে বলে জানতে পারি। তাদের ফোনে এ সময় আমার মোবাইল নম্বরটি ভেসে ওঠে। তাদের বিভিন্ন প্রকল্পের জন্য ডিসি অফিসে টাকা দেয়ার কথা বলা হয়।’

তিনি আরও বলেন, ‘পীরগাছা সদর ইউপি চেয়ারম্যানের ফোনে কলটি রেকর্ড হয়। তবে রেকর্ডের কথা অস্পষ্ট ছিল। এই ফোন কলগুলো আমার নয়। এ ঘটনায় আমি বিব্রত। আমার নম্বর ক্লোন করে কলগুলো করা হয়েছে। বিষয়টি জানার পর সবাইকে সতর্ক থাকতে বলেছি।’

এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত (ওসি) আজিজুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের আরো খবর