জয়পুরহাট জেলা মহিলা আওয়ামী লীগের সম্মেলনে শাম্মিম আজিজ সাজকে সভাপতি এবং সাবিনা চৌধুরীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
সোমবার ত্রিবার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ঐকমত্যের ভিত্তিতে তাদের নাম ঘোষণা করা হয়।
জেলা শিল্পকলা একাডেমি ভবনে দুপুর সাড়ে ১২টায় সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়। এতে সভাপতিত্ব করেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রেবেকা সুলতানা।
সম্মেলন উদ্বোধন করেন মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাফিয়া খাতুন।
অধিবেশন সঞ্চালনা করেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজা মণ্ডল রিনা।
প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন,‘সেবার মানসিকতা নিয়ে আমাদের রাজনীতি করতে হবে। শুধু ব্যক্তিগত স্বার্থ, পদকে প্রাধান্য দিয়ে রাজনীতি করলে তা কখনও মানুষের জন্য মঙ্গল বয়ে আনবে না। সেই রাজনীতি টেকসইও হবে না।’
সম্মেলনে প্রধান বক্তা মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহমুদা বেগম বলেন, ‘নির্ধারিত সময়ে সম্মেলন করা গেলে দলের অনেক ত্যাগী নেতার মূল্যায়ন হতো, নেতৃত্বের পথও বিকশিত হতো।’
সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা শিরিন রোখসানা, শেখ আনারকলি পুতুল, সুরাইয়া বেগম ইভা, চেমন আরা তৈয়ব, আঞ্জুমান আরা আয়না, নুশরাত ফারজানা ইলোরা, শাহিনা আক্তার সাথী, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন মণ্ডল ও সদর উপজেলা চেয়ারম্যান এসএম সোলায়মান আলী।
জয়পুরহাট জেলা মহিলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি শাম্মিম আজিজ সাজ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেটের স্ত্রী। আর সাধারণ সম্পাদক সাবিনা চৌধুরী সদর উপজেলা চেয়ারম্যান এসএম সোলায়মান আলীর স্ত্রী।
ডেলিগেটদের চোখ ধাঁধানো হলুদ শাড়ি
জেলা মহিলা আওয়ামী লীগের সম্মেলনে অংশ নেয়া ডেলিগেটদের জন্য নির্ধারিত আসন ছিল শিল্পকলা ভবনের দর্শক গ্যালারি। সকাল থেকে সেই গ্যালারি পূর্ণ হয়ে যায়। সবার পরনে ছিল হালকা কাজ করা হলুদ শাড়ি। ডেলিগেটদের একই রঙের পোশাকে সম্মেলনে ভিন্ন মাত্রা যোগ করে।
সম্মেলনে প্রথম অধিবেশন শুরুর পর ডেলিগেটদের ৮০০ হলুদ শাড়ি উপহার দেন হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।