অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইনসহ সকল ‘নিবর্তনমূলক’ আইন বাতিলের দাবি জানিয়েছে বিএনপি।
সোমবার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, শনিবার দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভায় দাবি জানানোর সিদ্ধান্ত নেয়া হয়।
বিজ্ঞপ্তিতে মির্জা ফখরুল বলেন, ‘আন্তর্জাতিক অধিকার সংস্থা আর্টিকেল নাইনটিনের পর্যবেক্ষণ অনুযায়ী, করোনা মহামারির সময়ে গত ১৮ মাসে বাংলাদেশে জনগণের তথ্য অধিকারের ক্রমাগত লঙ্ঘন ও সংকোচন ঘটেছে। ২০২১ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ডিজিটাল নিরাপত্তা আইনে হওয়া ১৭২টি মামলার ঘটনা রেকর্ড করেছে সংস্থাটি।’
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপির স্থায়ী কমিটির সভায় সরকারের কর্তৃত্ববাদ এবং জনগণের মৌলিক গণতান্ত্রিক অধিকার হরণের প্রক্রিয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। বিএনপি মনে করে ডিজিটাল নিরাপত্তা আইন আওয়ামী লীগের একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার নীল নকশার অংশ। অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইনসন সব ধরনের নিবর্তনমূলক আইন বাতিল করতে হবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে ভার্চুয়াল বৈঠকে অংশ নেন ড. খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদটুকুসহ অনেকে।