বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কৃষক জীবন মিয়ার পরিবার পেল ৫০ হাজার টাকা

  •    
  • ৩ অক্টোবর, ২০২১ ২৩:৫৩

গত ২৪ আগস্ট ধান কাটতে গিয়ে জমির ওপর ঝুলে থাকা পল্লী বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মারা যান বর্গাচাষি জীবন মিয়া।

কুমিল্লার মুরাদনগর উপজেলার গুঞ্জর গ্রামে জমিতে ধান কাটতে গিয়ে পল্লী বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মারা যান কৃষক জীবন মিয়া। এ ঘটনায় তার পরিবারকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দিয়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।

নিহতের ছেলে সজীব টাকা পাওয়ার কথা জানিয়ে বলেন, ‘রোববার বিকেল ৪টায় পল্লী বিদ্যুতের লোকজন এসে একটি খামে করে টাকা দিয়ে যায়।’

তবে আক্ষেপ করে সজীব বলেন, ‘পল্লী বিদ্যুতের ভুলে আমার বাবা মারা গেল। আর উনার জীবনের মূল্য ৫০ হাজার টাকা! আমার বাবা কৃষক। তাই বিচার পেলাম না। এ দেশে একজন কৃষকের জীবনের মূল্য এমনই।’

এ বিষয়ে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কোম্পানীগঞ্জ জোনাল অফিসের ডিজিএম এ কে এম আজাদ বলেন, ‘আমরা আমাদের বেতনের টাকা থেকে চাঁদা তুলে ওই পরিবারকে দিয়েছি। আসলে ক্ষতিপূরণ দেয়ার কোনো নিয়ম নেই আমাদের।’

স্বামীর মৃত্যুর ঘটনায় এখনও আহাজারি থামেনি জোহরা বেগমের। কেঁদে কেঁদে তিনি জানান, তার তিন মেয়েকে বিয়ে দিলেও এক মেয়ে এখনও পড়াশোনা করছে। ছেলে সজীব একটি দোকানে কাজ করেন।

পল্লী বিদ্যুতের ভুলে জীবন মিয়ার মৃত্যু হয়েছে দাবি করে জোহরা আরও জানান, প্রতি মাসেই তার অনেক টাকার ওষুধের প্রয়োজন হয়। সংসারের খরচসহ তার চিকিৎসার যাবতীয় খরচ জীবন মিয়াই মেটাতেন। এখন সেই অবলম্বন আর নেই।

মুরাদনগর উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়ন পরিষদের সদস্য আমজাদ হোসেন লিল মিয়া বলেন, ‘ক্ষতিপূরণ এত কম আমি আশা করিনি। টাকা হস্তান্তরের সময়ই আমি ক্ষোভ প্রকাশ করেছি। এ সময় পল্লী বিদ্যুতের ডিজিএম আমাকে ফোনে বললেন, সোমবার তার অফিসে যেতে। আমি জীবন মিয়ার ছেলে সজীবকে নিয়ে তার অফিসে যাব। দেখি তারা কী করে। সম্মানজনক ক্ষতিপূরণ না দিলে আমরা আইনগত ব্যবস্থা নেব।’

জীবন মিয়ার মৃত্যুর ঘটনায় গত ২৪ আগস্ট মুরাদনগর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলেও জানান লিল মিয়া। এর আগে সেদিনই ধান কাটতে গিয়ে জমির ওপর ঝুলে থাকা পল্লী বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মারা যান বর্গাচাষি জীবন মিয়া।

এ বিভাগের আরো খবর