দেশে চলতি বছর যে পরিমাণ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে তার অধিকাংশই ঢাকা বিভাগে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১৪৩ জন। এর বাইরে আরও ৫১ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
কন্ট্রোল রুমের তথ্য বলছে, চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ১৮ হাজার ৭৪৪ জন। এর মধ্যে শুরুর ৬ মাস ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল ২৭২ জন।
জুলাই মাসে ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকে। সে মাসে রোগী শনাক্ত হয়েছিল ২ হাজার ২৮৬ জন। আগস্টে এসে এটি দাঁড়ায় ৭ হাজার ৬৯৮ জনে। সেপ্টেম্বরে রোগীর সংখ্যা ছিল ৭ হাজার ৮৪১ জন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে ৬৮ জন।
কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১৮ হাজার ৭৪৪ জনের মধ্যে ছাড়পত্র পেয়েছে ১৭ হাজার ৭২১ জন। বর্তমানে ভর্তি রয়েছে ৯৫৫ জন। তাদের মধ্যে ঢাকার ৪৬টি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ৭৫৮ ডেঙ্গু রোগী।
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানিয়েছে, ডেঙ্গু উপসর্গ নিয়ে চলতি বছর ৬৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জুলাইয়ে মৃত্যু হয়েছে ২১ জনের; আগস্টে মৃত্যু হয় ৩৪ জনের আর সেপ্টেম্বরে মৃত্যুর সংখ্যা ছিল ২২ জন।