রাজশাহীর শাহ্ মখদুম বিমানবন্দরে এক যাত্রীকে তল্লাশি করে পিস্তলের ১৭ রাউন্ড গুলিসহ তাকে আটক করেছে পুলিশ।
শনিবার বিকেল ৫টার দিকে বিমানে ওঠার আগেই তার কাছ থেকে এসব গুলি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহ্ মখদুম বিমানবন্দরের দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক (এসআই) উৎপল সরকার।
তিনি জানান, নওগাঁর ধামইরহাটের বাসিন্দা বারী শাহ চৌধুরী রাজশাহী থেকে ঢাকায় যাওয়ার উদ্দেশে বিমানবন্দরে যান। বিমানবন্দর চেকপোস্টে তার দেহ তল্লাশি করার সময় ১৭ রাউন্ড গুলি পাওয়া যায়।
তখন ওই ব্যক্তিকে আটক করে পুলিশ।
বারী শাহ চৌধুরী পুলিশের কাছে দাবি করেন, উদ্ধার গুলি তার বাবা প্রয়াত কুদ্দুস শাহের লাইসেন্স পিস্তলের।
পরে তাকে বিমানবন্দর থানায় নেয়া হয়।
রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার গোলাম রুহুল কুদ্দুস শনিবার রাতে বলেন, ‘গুলির মালিক দাবি করেছেন এগুলো লাইসেন্স করা পিস্তলের। তিনি ভুল করে গুলির ব্যাগটি নিয়ে চলে এসেছেন।
‘এ বিষয়ে বিমানবন্দর থানার পুলিশ তার গ্রামের বাড়ির সংশ্লিষ্ট থানায় খোঁজ নিচ্ছেন। লাইসেন্সের কাগজ নিয়ে আনার জন্য বলা হয়েছে। সেগুলো নিয়ে আসার পর পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’