দেশের লুব্রিকেন্ট বাজারে প্রবেশ করলে ‘চাম্পিয়ন’। মোস্তফা গ্রুপ এটি বাজারজাত করছে।
রাজধানীর একটি হোটেলে শনিবার ‘চ্যাম্পিয়ন’ লুব্রিকেন্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ব্যারিস্টার মাশফিকুর রহমান নতুন পণ্যটির উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানের বক্তারা দেশের লুব্রিকেন্ট বাজার দখল করতে হলে পণ্যের দাম কমানোর প্রস্তাব করেন।
সে পরিপ্রেক্ষিতে মাশফিকুর রহমান বলেন, ‘বিশ্ববাজারে পণ্যের দাম বেড়ে যাওয়ায় দাম আগের তুলনায় কিছুটা বাড়ানো হয়েছে। তবে ব্যবহারকারীদের সুবিধার্থে প্রয়োজনে দাম কমানো হবে।’
মোস্তফা মটরস ২০১৯ সালে নিজেদের সৌদিয়া পরিবহনের জন্য লুব্রিকেন্ট হিসেবে বেলজিয়ামের তৈরি ‘চ্যাম্পিয়ন‘ লুব্রিকেন্ট ব্যবহার করছে। এখন এটি বাংলাদেশে বাজারজাত শুরু করেছে।
অনুষ্ঠানে দেশের বাইকার, ব্লগারসহ লুব্রিকেন্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
ফেসবুক পেজ বাইকার বিডি, বিডি বাইকার টাইগারস, দেশি বাইকার, হর্নেটিয়ান ক্লাব, বাংলাদেশ মেট্রো রাইডার, এফজেড-এফআই ক্লাব, ফেজার বিটু ক্লাব, কেপি আর রাইডারস, কেবি রাইডারস, টিম এবিএস, বাইক অ্যান্ড বাইকারসের অ্যাডমিনরা বক্তব্য রাখেন।
এরই মধ্যে যেসব লুব্রিকেন্ট ব্যবসায়ীরা ‘চাম্পিয়ন’ লুব্রিকেন্ট ব্যবহার করেছেন তারাও অনুষ্ঠানে তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন।
পরিবহন ও লুব্রিকেন্ট ব্যবসার পাশাপাশি মোস্তফা গ্রুপ বাংলাদেশে গত ৫৬ বছর ধরে ব্যবসা করে আসছে। মোস্তফা গ্রুপ ভোজ্য তেল, চামড়া, স্টিল, বিলেট, কক শিট, পেপার, লবণ, অর্গানিক চিংড়ি, ট্যাংক টার্মিনাল, টেক্সটাইল, গার্মেন্টসসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত।