ঢাকার সাভারে প্রাইভেট কারের সঙ্গে ঘষা লাগায় হকিস্টিক দিয়ে বাস ভাঙচুরের ঘটনায় সুয়াপুর ইউপির চেয়ারম্যান হাফিজুর রহমান সোহরাবকে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
ঢাকা-আরিচা মহাসড়কের থানা স্ট্যান্ড এলাকায় শনিবার বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
ধামরাইয়ের সুয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম নিউজবাংলাকে বলেন, ‘দুপুরে চেয়ারম্যানের প্রাইভেট কারের সঙ্গে বাসের অ্যাক্সিডেন্ট হয়েছিল। এতে ক্ষুব্ধ হয়ে চেয়ারম্যান হকিস্টিক বের করে ওই বাসের বডিতে কয়েকটা বাড়ি দিয়েছেন। এ সময় একটা জানালায় আঘাত লেগে কাচ ভেঙে বাসের ভেতরে থাকা দুই-তিনজন সামান্য আহত হন।
‘বিক্ষুব্ধ লোকজন চেয়ারম্যানকে আটকে রেখে পুলিশে খবর দেয়। দ্রুত সেখানে গিয়ে জনরোষ থেকে ওই চেয়ারম্যানকে উদ্ধার করে থানায় নিয়ে আসি। আহত দুই-তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। তেমন আহত না হওয়ায় তাদের ছেড়ে দেন চিকিৎসক।’
তিনি আরও বলেন, ‘হেফাজতে থাকা চেয়ারম্যানের বিরুদ্ধে কেউ লিখিত অভিযোগ করেনি। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। তারাই এ বিষয়ে পরে সিদ্ধান্ত দেবেন।’