বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ছাত্রদল কর্মীদের ফখরুলের ‘ধমক’

  •    
  • ২ অক্টোবর, ২০২১ ১৬:২৫

ছাত্রদলের সভাপতি বক্তব্য রাখার পর সংগঠনের নেতা-কর্মীদের স্লোগান শুনে মির্জা ফখরুল বলেন, ‘ডোন্ট ডু ইট। উত্তর-দক্ষিণ স্লোগান দেবেন না। কোনো স্লোগান হবে না। আজকে এটা আলোচনা সভা, জনসভা না। প্লিজ, শৃঙ্খলা রক্ষা করো।’

বিএনপির আলোচনা, ছোট হলে চলছে মুহুর্মুহু স্লোগান। বিশেষ করে ছাত্রদলের নেতাদের বক্তব্যের পর।

মঞ্চে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমস্বরে স্লোগানের কারণে বিরক্ত তিনি। বারবার তারা নানাভাবে বুঝিয়েছেন তা। কিন্তু থামছিল না সমস্বরে স্লোগান। এক পর্যায়ে বিএনপি মহাসচিব বললেন কড়া কথা। দিলেন ‘ধমক’।

২০০১ সালের ১ অক্টোবরের জাতীয় নির্বাচনের স্মরণে শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই আলোচনা সভা ডাকে বিএনপি। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগকে হারিয়ে দুই শতাধিক আসনে জয় পেয়েছিল বিএনপি-জামায়াত-ইসলামী ঐক্যজোট ও জাতীয় পার্টির একাংশকে নিয়ে জোট করে।

সকাল ১০টায় আলোচনা সভা শুরু হওয়ার সময় নির্ধারিত থাকলেও সকাল ৯টার আগেই নেতাকর্মীরা জড়ো হন মিলনায়তনে। ভেতরের সব আসন পরিপূর্ণ হয়ে বাইরেও অবস্থান নেন নেতাকর্মীরা।

তরুণদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘সভার গুরুত্ব অনুধাবন কর। বিএনপির সভার জায়গাগুলো বন্ধ হয়ে গেছে।' ছবি: নিউজবাংলা

শুরুতে বক্তব্য রাখেন ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান। কথা শেষ হওয়ার পর কর্মীরা স্লোগান দিতে শুরু করলে মঞ্চের চেয়ার থেকে উঠে আসেন ফখরুল।

ক্ষুব্ধ কণ্ঠে শৃঙ্খলা বজায় রাখতে তিনি নেতাকর্মীদের ধমক দেন। বলেন, ‘ডোন্ট ডু ইট। উত্তর-দক্ষিণ স্লোগান দেবেন না। কোনো স্লোগান হবে না। আজকে এটা আলোচনা সভা, জনসভা না। প্লিজ, শৃঙ্খলা রক্ষা করো।’

বিএনপি নেতা বলেন, ‘শুধু পদের জন্য দৌঁড়াবেন না। নতুন কমিটি হচ্ছে। তার জন্য মাঠ বোঝাই করে দেবেন না। মাঠ বোঝাই করবেন যখন আন্দোলনের ডাক আসবে। মাঠ বোঝাই করবেন যখন খালেদা জিয়ার মুক্তির জন্য আমরা মাঠে নামব। গণতন্ত্রের মুক্তির জন্য মাঠে নামব। তখন মাঠ বোঝাই করবেন, রাস্তা বোঝাই করবেন।’

তরুণদের উদ্দেশে ফখরুল বলেন, ‘সভার গুরুত্ব অনুধাবন কর। বিএনপির সভার জায়গাগুলো বন্ধ হয়ে গেছে। শৃঙ্খলা রক্ষা করতে না পারলে সভা করা যাবে না আর। দয়া করে শৃঙ্খলা ভঙ্গ করবেন না। আমাদের প্রেসক্লাবে সভা হওয়ার কথা ছিলো, সেখানেও বন্ধ হয়েছে।’

এ বিভাগের আরো খবর