পুরান ঢাকার গেণ্ডারিয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের স্থাপনা নির্মাণ বন্ধের দাবিতে রোববার বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে প্রগতিশীল ছাত্রজোট।
একই সঙ্গে মাঠ রক্ষার দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনকেই নিতে হবে জানিয়ে ওইদিনের মধ্যে আইনি পদক্ষেপের দাবিও জানিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার রাতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি কেএম মুত্তাকী ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি সুমাইয়া সোমা সই করা ছাত্রজোটের যৌথ বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ দখল করে শপিং কমপ্লেক্স নির্মাণের পাঁয়তারা করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। ১৯৮২ সাল থেকে রাজধানীর ধূপখোলা মাঠের একটি অংশ কেন্দ্রীয় খেলার মাঠ হিসেবে ব্যবহার করে আসছে শিক্ষার্থীরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৭ হাজার শিক্ষার্থীদের একমাত্র খেলার মাঠ এটি।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘এটি পুরান ঢাকায় টিকে থাকা গুটি কয়েক খেলার মাঠের মধ্যে একটি। কোনোভাবেই এই মাঠ কেটে শপিং কমপ্লেক্স করতে দেয়া যাবে না। এই মাঠ রক্ষার দায়িত্ব জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন এড়াতে পারে না। মাঠ রক্ষায় রোববারের মধ্যে প্রশাসনিক উদ্যোগের দাবি জানাচ্ছি।’
এতে বলা হয়েছে, ‘জবি প্রশাসনের উদাসীনতার কারণেই বিশ্ববিদ্যালয়ের হলগুলো বেদখল হয়েছে। এখন নতুন করে খেলার মাঠ দখল হলে এর দায় প্রশাসনকেই নিতে হবে। একদিকে মাঠ দখল হবে, অন্যদিকে প্রশাসন বসে থাকবে এমনটা হলে হল আন্দোলনের মতো কঠোর জবাব দিতে শিক্ষার্থীরা প্রস্তুত আছে।’