ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যায় আগস্টকে ছাড়িয়ে গেল সেপ্টেম্বর। গত আগস্টে ডেঙ্গু নিয়ে হাসপাতালে রোগী ভর্তি হয়েছিল ৭ হাজার ৬৯৮ জন। যা চলতি মাসে বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৮৪১ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে বৃহস্পতিবার বিকেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কন্ট্রোল রুমের তথ্য বলছে, চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ১৮ হাজার ১৯৭ জন। এর মধ্যে শুরুর ৬ মাস ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল ২৭২ জন। জুলাই মাসে ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকে। সেই মাসে রোগী শনাক্ত হন ২ হাজার ২৮৬ জন। আগস্টে শনাক্ত হন ৭ হাজার ৬৯৮ জন। সেপ্টেম্বরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৮৪১ জনে।
বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৯০ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগী দাঁড়িয়েছে ১৮ হাজার ১৯৭ জন।
কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, ডেঙ্গু নিয়ে ২৪ ঘণ্টায় শুধু ঢাকা বিভাগের হাসপাতালেই ভর্তি হয়েছেন ১৪৯ জন। অন্য বিভাগের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৪১ জন।
এ বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১৮ হাজার ৭ জনের মধ্যে ছাড়পত্র পেয়েছেন ১৭ হাজার ১৭০ জন। বর্তমানে ভর্তি আছেন ৯৬০ জন। তাদের মধ্যে ঢাকার ৪১টি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৭৫৬ ডেঙ্গু রোগী।
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানিয়েছে, ডেঙ্গু উপসর্গ নিয়ে চলতি বছর ৬৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চলতি মাসেই মৃত্যু হয়েছে ২১ জনের; আগস্টে মৃত্যু হয় ৩৪ জনের। এর আগের সাত মাসে মৃত্যু হয় ১২ জনের।