রংপুর শহরে রাতের বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন।
রংপুর-কুড়িগ্রাম আঞ্চলিক সড়কে শহরের গলাকাটা মোড় এলাকায় বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ৪৫ বছর বয়সি একাব্বর আলীর বাড়ি পীরগাছার প্রতাপ জয়সেন এলাকায়। তিনি রংপুরের ডক্টরস কমিউনিটি মেডিক্যালে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শাহ আলম বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, একাব্বর আলী সকালে সাইকেল নিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে সকাল সাড়ে ৮টার দিকে গলাকাটা মোড়ে রংপুর-কুড়িগ্রাম আঞ্চলিক সড়কে ‘শাহ আলী’ নামের একটি রাতের বাস তার সাইকেলে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরিবারের লোকজন আসার পরে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।