চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল উদ্বোধন করা হয়েছে।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি মঙ্গলবার দুপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ হল উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার ও উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে।
স্বাগত বক্তব্য দেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট ড. প্রকাশ দাশগুপ্ত।
চবির পরিকল্পনা ও উন্নয়ন দপ্তর সূত্রে জানা যায়, ১৬ কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে হলটি নির্মাণ হয়েছে। এ হলের আয়তন ৫ হাজার ৫৮১ বর্গমিটার। দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলীর হলটিতে ৩১২ ছাত্রীর আবাসন সুবিধা রয়েছে।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে রয়েছে আধুনিক সুযোগ-সুবিধার গেস্ট রুম, সুইমিংপুল ও বিউটি পার্লার।
এছাড়াও আছে ব্যাডমিন্টন কোর্ট, আলাদা ডাইনিং রুম, টিভি রুম, ক্যান্টিন, লন্ড্রিসহ নানা সুবিধা।
নতুন শিক্ষাবর্ষে এই হলে ছাত্রী উঠতে পারবেন বলে জানিয়েছে চবি কর্তৃপক্ষ।