বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় রিমান্ডে ৪

  •    
  • ২৮ সেপ্টেম্বর, ২০২১ ২০:৫২

কিশোরীর মায়ের করা মামলায় বলা হয়, তাদের মেয়ে একটি প্যাকেজিং কারখানায় শ্রমিক হিসেবে কাজ করে। সোমবার রাত ১০টার দিকে মেয়েটি কারখানা থেকে বাড়ি ফিরছিল। এ সময় চার যুবক তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেন।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১৬ বছর বয়সী কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় চারজনকে রিমান্ডে দিয়েছে আদালত।

জেলার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মো. বদিউজ্জামানের আদালত মঙ্গলবার বিকেলে তাদের রিমান্ডে দেন।

আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন।

ওই চারজন হলেন মো. রাতুল, বাবর আলী, আব্দুর রহিম ও ছফু মিয়া। তারা একটি প্যাকেজিং কারখানার শ্রমিক।

কিশোরীর মায়ের করা মামলায় বলা হয়, তাদের মেয়েও একটি প্যাকেজিং কারখানায় শ্রমিক হিসেবে কাজ করে। সোমবার রাত ১০টার দিকে মেয়েটি কারখানা থেকে বাড়ি ফিরছিল। এ সময় ওই চারজন তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেন।

মেয়েটি বাড়ি ফিরে মাকে সব জানালে তিনি চারজনের নামে ধর্ষণ মামলা করেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ জানান, মামলার পরই পুলিশ বিভিন্ন এলাকা তাদের গ্রেপ্তার করে।

আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান বলেন, ‘চারজনের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে তোলা হয়। শুনানি শেষে বিচারক তাদের দুই দিনের রিমান্ড আবেদন গ্রহণ করেন।’

এ বিভাগের আরো খবর