বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গণটিকা: দোকানে টাকা দিয়ে রেজিস্ট্রেশন

  •    
  • ২৮ সেপ্টেম্বর, ২০২১ ১৯:৫০

ময়মনসিংহের ৩২ নম্বর ওয়ার্ডে সার্ভার সমস্যায় কেন্দ্রে রেজিস্ট্রেশন করতে না পেরে হতাশ হয়ে বাড়ি ফিরেছেন অনেকে। দূর থেকে আসা লোকজন বাধ্য হয়ে দোকান থেকে একশ টাকার বিনিময়ে রেজিস্ট্রেশন করে টিকা নিয়েছেন। এ নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেন টিকাগ্রহীতারা।

সিটি করপোরেশন এলাকার ৩২ নম্বর ওয়ার্ডের টিকাকেন্দ্রে মঙ্গলবার বিকেল তিনটার দিকে গিয়ে এমন চিত্র দেখা গেছে।

টিকাগ্রহীতারা জানান, দুপুর ১২টার পর থেকে টিকা নিতে আসা লোকজনের উপচে পড়া ভিড় ছিল। কিন্তু টিকাকেন্দ্র থেকে জানানো হয় সার্ভার সমস্যার কারণে রেজিস্ট্রেশন করা যাচ্ছে না। এই অবস্থায় অনেকে বাধ্য হয়ে পাশের দোকান থেকে একশ টাকার বিনিময়ে রেজিস্ট্রেশন করেন। যাদের টাকা ছিলনা তারা বাড়ি চলে যান।

টিকা নিতে আসা একই ওয়ার্ডের চরকালীবাড়ি এলাকার হাকিকুল নামে একজন বলেন, ‘ট্যাহা (টাকা) দিয়ে রেজিস্ট্রেশন করা লাগব ভাবছি না। আয়্যা হুনি (শুনি) সার্ভার কাজ করে না। পহেডে (পকেটে) ট্যাহা নাই। এর লাইগ্যা টিকা দিছিনা।’

নগরীর কুড়েরপাড় এলাকার জরিনা বেগম নামে আরেকজন বলেন, ‘গাড়ি ভাড়া বাবদ কিছু টাকা সঙ্গে এনেছিলাম। এখানে এসে শুনি সার্ভারে সমস্যা। দ্রুত পাশের একটি কম্পিউটারের দোকানে গিয়ে ৫০ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করে টিকা নিয়েছি। বেশ কয়েকজনের কাছ থেকে একশ টাকা রাখতেও দেখেছি।’

টিকাকেন্দ্রে রেজিস্ট্রেশনের দায়িত্বে থাকা মাশরুর আহমেদ শুভ বলেন, ‘হঠাৎ করে সার্ভার সমস্যা করেছে। এজন্য অনেকে দোকান থেকে রেজিস্ট্রেশন করেছে। ফলে আজকে লোকজনেরও উপস্থিতি কম ছিল।’

টিকার রেজিস্ট্রেশন করে দেওয়া দোকানদার ফারুক মিয়া বলেন, ‘টিকাগ্রহীতা অনেকে এসে বলেছে তাই টাকার বিনিময়ে কাজ করে দিয়েছি। এতে দোষের কিছু নেই। কারণ আমি এখানে ব্যবসা করতে বসেছি।’

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এমদাদুল হক মন্ডল বলেন, ‘সার্ভার সমস্যার কারণ অনেকে দোকানে টাকা দিয়ে রেজিস্ট্রেশন করেছে শুনেছি। এতে আমাদের কিছু করার ছিল না।’

ময়মনসিংহ সিভিল সার্জন নজরুল ইসলাম নিউজবাংলাকে বলেন, ‘কেন্দ্রের বাইরের কোনো ব্যবসাপ্রতিষ্ঠান থেকে কেউ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করলে আমাদের জানার কথা না। তবে টিকাকেন্দ্রে কেউ যদি কোনো প্রকার টাকা নেন সেক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।’

এ বিভাগের আরো খবর