আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বিএনপি কখনই ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন।
নরসিংদীর বেলাব উপজেলার চর উজিলাব ইউনিয়ন পরিষদের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে এই মন্তব্য করেন মন্ত্রী।
তিনি বলেন, ‘বিএনপি প্রতিনিয়ত সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করছে। তাদের ক্ষমতায় আসতে হলে রাজনীতি করেই আসতে হবে। ষড়যন্ত্র করে পারবে না।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের প্রতিটি কোণায় উন্নয়নের ছোঁয়া লেগেছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘দেশের প্রতিটি ইউনিয়ন পরিষদকে ঢেলে সাজানো হচ্ছে। এখন ইউনিয়ন পরিষদেই স্বাস্থ্যসেবা পাওয়া যাচ্ছে। এতে জনগণের নাগরিক সেবার উন্নতি ঘটেছে।’
মন্ত্রী আরও বলেন, ‘বঙ্গবন্ধু মানুষের পাশে থাকার রাজনীতি করতেন। সকল মানুষের সুখে দুঃখে পাশে থাকতেন। মাননীয় প্রধানমন্ত্রীও নিজেকে মানবতার সেবায় বিলিয়ে দিয়েছেন।’
দলে প্রতিযোগীতা থাকবে কিন্তু কোনো প্রতিহিংসা থাকবে না জানিয়ে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করে না। সবাইকে তার নিজের যোগ্যতা দিয়ে দলে স্থান করে নিতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যারা দলের নাম ভাঙিয়ে অপকর্মে জড়িত তাদের তালিকা করা হচ্ছে। অচিরেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
এর আগে উপজেলার মরজাল-বেলাবো ও পোড়াদিয়া-বেলাবো সড়ক উদ্বোধন করেন শিল্পমন্ত্রী।