বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আফগান নারীদের পাশে সিপিবি

  •    
  • ২৬ সেপ্টেম্বর, ২০২১ ০০:১০

সিপিবির নারী সেল চট্টগ্রামের আহ্বায়ক রেখা চৌধুরী বলেন, ‘দীর্ঘ সময় পর ক্ষমতায় এসে নারীদের ওপর নিপীড়ন চালাচ্ছে তালেবান। তাদের সঙ্গে মধ্যযুগীয় আচরণ করা হচ্ছে। ধর্মের নামে অন্যায় আচরণের মাধ্যমে আফগান জাতিকে আবারও পেছনের দিকে ঠেলে দিচ্ছে। যেসব নারী এই অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করছে তাদের সমর্থন জানাচ্ছি।’  

আফগানিস্তানে ক্ষমতা দখল করা তালেবান শাসনের প্রতিবাদে বিক্ষোভরত নারীদের প্রতি সংহতি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নারী সেল।

সিপিবির চট্টগ্রাম জেলা নারী সেলের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে এই সংহতি জানানো হয়।

নগরীর চেরাগি পাহাড় মোড়ে আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে নারী সেল চট্টগ্রামের আহ্বায়ক রেখা চৌধুরী বলেন, ‘দীর্ঘ সময় পর ক্ষমতায় এসে নারীদের ওপর নিপীড়ন চালাচ্ছে তালেবান। তাদের সঙ্গে মধ্যযুগীয় আচরণ করা হচ্ছে। ধর্মের নামে অন্যায় আচরণের মাধ্যমে আফগান জাতিকে আবারও পেছনের দিকে ঠেলে দিচ্ছে। যেসব নারী এই অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করছে তাদের সমর্থন জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘সেইদিনের অপেক্ষায় আছি যেদিন বিশ্ববিবেক তালেবানের বিরুদ্ধে সোচ্চার হবে। যদি তালেবানের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না হয় তাহলে বাংলাদেশ একদিন তালেবান রাষ্ট্রে পরিণত হবে। নারীরা সেদিন একা ঘর থেকে বের হতে পারবে না। তাদের ঘরবন্দী করে রাখা হবে।’

সিপিবি, চট্টগ্রাম জেলা কমিটির সদস্য সিতারা শামীমের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য মৃণাল চৌধুরী, জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক অশোক সাহা ও সম্পাদকমন্ডলীর সদস্য অমৃত বড়ুয়া।

এ বিভাগের আরো খবর