চট্টগ্রামবাসীর সুবিধার দিক বিবেচনা রেখেই পরীর পাহাড় প্রশ্নে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।
চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয় পরিদর্শনকালে শনিবার দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব।
তিনি বলেন, ‘পরীর পাহাড় প্রশ্নে জটিলতা নিরসনে সরকারের বিভিন্ন দপ্তর কাজ করছে। যা করলে চট্টগ্রামবাসীর উপকার হবে সেটিই করা হবে।’
বিরোধ নিরসনে পরীর পাহাড় পরিদর্শনে আসেননি উল্লেখ করে তিনি বলেন, ‘বিভাগীয় কমিশনার মহোদয়ের কার্যালয়ে এসেছি। কোনো বিরোধ নিরসনের জন্য আসিনি। এটা করবেন এখানকার নেতৃবৃন্দ, জেলা প্রশাসন বা সরকার। সরকার যদি আমাকে দায়িত্ব দেয়, তখন আমি আসব।’
পরীর পাহাড় নিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসন ও আইনজীবীরা পরষ্পর মুখোমুখি অবস্থান আছেন। চট্টগ্রাম আইনজীবী সমিতি সেখানে নতুন দুটি ভবন তৈরির উদ্যোগ নিলে তা নিয়ে আপত্তি তোলে জেলা প্রশাসন। সমিতির ওই দুই নতুন স্থাপনা নির্মাণকে জেলা প্রশাসন বলছে ‘ঝুঁকিপূর্ণ’। আর সমিতির দাবি, নিয়ম মেনে ‘অনুমোদন’ নিয়েই ভবন করছেন তারা।