বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এক দিনে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ

  •    
  • ২৪ সেপ্টেম্বর, ২০২১ ১৬:১৮

মৃতরা হলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র তাহমিদুর রহমান জামিল এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ইমরুল কায়েস।

এক দিনে দুই বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে।

পাবনা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে একজনের ও যশোর থেকে রাত তিনটার দিকে আরেকজনের মরদেহ উদ্ধার হয়।

মৃতরা হলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র তাহমিদুর রহমান জামিল এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ইমরুল কায়েস।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, জামিলের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহীবাগে। তিনি পাবনা শহরের শালগাড়িয়া মেরিল বাইপাস এলাকার একটি ছাত্রাবাসে থাকতেন। পরিবারের সদস্যরা জানিয়েছে, তিনি কোনো একটা বিষয় নিয়ে মানসিক অস্থিরতায় ভুগছিলেন।

ওই ছাত্রাবাসে থাকা সহপাঠীরা বৃহস্পতিবার অনেকক্ষণ জামিলের কোনো সাড়া না পেয়ে তার ঘরের দরজা খুলে মরদেহ ঝুলতে দেখে।

ওসি বলেন, ‘জামিলের মরদেহ ফ্যানের হুকের সঙ্গে গলায় বেল্ট প্যাঁচানো অবস্থায় ঝুলছিল। তার ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে যাতে হতাশার কথা লেখা আছে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, তিনি আত্মহত্যা করেছেন।’

মরদেহ সকালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি অপমৃত্যু মামলা করেছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইমরুলের বাড়ি যশোর জেলার ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দাপুর গ্রামে।

তার বাবা শহীদুল্লাহ নিউজবাংলাকে জানান, বাবা-মায়ের সঙ্গে অভিমান করে বৃহস্পতিবার রাত তিনটার দিকে ইমরুল নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। পরে দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্ত হলেও কোনো মামলা করা হয়নি।

এ বিভাগের আরো খবর