ময়মনসিংহের ভালুকায় চোখে টর্চ মারাকে কেন্দ্র করে সংঘর্ষে এক নৈশপ্রহরী নিহত হয়েছেন।
উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও গ্রামে বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মাসুদের বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গন্ডা গ্রামে। তাকে হত্যার অভিযোগে শিশির সাংমা নামের নৈশপ্রহরীকে আটক করেছে পুলিশ।
শিশিরের বাড়ি নেত্রকোনার দুর্গাপুর উপজেলার নয়াপাড়া গ্রামে। তিনি ও মাসুদ একটি কারখানায় নৈশপ্রহরী হিসেবে কাজ করতেন।
ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রানার অটোমোটর্স লিমিটেড নামে কারখানায় বুধবার রাত ১টার দিকে হঠাৎ মাসুদের চোখে টর্চলাইট ধরেন শিশির। এ নিয়ে দুজনের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। থেমে থেমে ঝগড়ার একপর্যায়ে ভোররাতে মাসুদকে পাশের একটি পানিভর্তি গর্তে ফেলে দেন শিশির।
কিছুক্ষণ পর অন্য সহকর্মীরা মাসুদকে আশঙ্কাজনক অবস্থায় গর্ত থেকে উদ্ধার করে প্রতিষ্ঠানের ক্যান্টিনে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের গলায় বেশ কয়েকটি আঁচড় পাওয়া গেছে।
তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে আটক শিশির সাংমার বিরুদ্ধে হত্যা মামলার প্রস্তুতি চলছে।