কক্সবাজারের আমারী রিসোর্ট নামক একটি হোটেল থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে ট্যুরিস্ট পুলিশ।
হোটেলের ৪০৮ নম্বর কক্ষ থেকে মঙ্গলবার দুপুরে ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় আরিফুল ইসলাম রানা নামে হোটেলের এক কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার মিজানুজ্জামান।
তিনি জানান, ২৩ বছরের মৃত তরুণীর নাম ফারজানা। তার সঙ্গীর নাম সাগর, তিনি পলাতক আছেন।
হোটেলে ওঠার সময় অতিথি নিবন্ধন খাতায় তাদের বাড়ি কুমিল্লার চান্দিনা থানা লেখা হয়। এই ঠিকানা সঠিক কি না তা যাচাই করছে পুলিশ।
সহকারী পুলিশ সুপার মিজানুজ্জামান জানান, তারা দুজন তিন দিন আগে ওই রিসোর্টে ওঠেন। মঙ্গলবার বেলা ১১টায় ওই রুমে কোনো সাড়াশব্দ না পেলে হোটেল কর্তৃপক্ষ দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করলে ফারজানার মরদেহ দেখতে পায়। কিন্তু তার সঙ্গী সাগরের খোঁজ পাওয়া যায়নি। ফারজানার মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
গত এক সপ্তাহে কক্সবাজারে ছয় পর্যটকের অপমৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিনজন পানিতে ডুবে এবং তিনজন হোটেলে অবস্থানকালে মারা গেছেন।