বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

  •    
  • ১৭ সেপ্টেম্বর, ২০২১ ২২:৫৮

ফায়ার সার্ভিস জানায়, স্লুইসগেটের সামনে প্রচণ্ড স্রোত থাকায় তানজিদ পানিতে পড়ে তলিয়ে যায়। স্রোতের কারণে উদ্ধার বাধাগ্রস্ত হচ্ছিল। খুলনা থেকে ডুবুরি দল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে ডুবুরিরা তানজিদের মরদেহ উদ্ধার করেন।

মেহেরপুরে ভৈরব নদীর স্লুইসগেটে ছবি তোলার সময় পানিতে পড়ে নিখোঁজ স্কুলছাত্র তানজিদ আহমেদ উৎসবের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মুজিবনগর ফায়ার সার্ভিস অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাজান আলী জানান, শুক্রবার রাত ৮টার দিকে তানজিদের মরদেহ উদ্ধার করেছেন ডুবুরিরা।

শুক্রবার বেলা ৩টার দিকে মুজিবনগরের রশিদপুর গ্রামে ভৈরব নদীর স্লুইসগেটে নিখোঁজ হয় সে।

১৫ বছর বয়সী তানজিদ গাংনী উপজেলার ব‍্যবসায়ী ফজলুল হকের ছেলে। সে গাংনী পাইলট স্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল।

উৎসবের বন্ধুরা জানায়, দুপুরে তারা কয়েকজন বন্ধু মিলে স্লুইসগেটে ঘুরতে যায়। এমন সময় উৎসব ছবি তোলার জন্য স্লুইসগেটের ওপর উঠলে পা পিছলে নদীতে পড়ে তলিয়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধারের চেষ্টা করেন।

শাহাজান আলী জানান, স্লুইসগেটের সামনে প্রচণ্ড স্রোত থাকায় তানজিদ পানিতে পড়ে তলিয়ে যায়। স্রোতের কারণে উদ্ধার বাধাগ্রস্ত হচ্ছিল। খুলনা থেকে ডুবুরি দল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে ডুবুরিরা তানজিদের মরদেহ উদ্ধার করেন।

মরদেহটি মুজিবনগর থানার রতনপুর পর্যটন পুলিশ ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের আরো খবর