গৃহকর্মীকে যৌন হয়রানির অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন ও ষড়যন্ত্র দাবি করেছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত উপাচার্য (ভিসি) মো. শাহজাহান।
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের একটি কক্ষে শুক্রবার বেলা ১১টার দিকে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
শাহজাহান বলেন, ‘সব সময় আমি অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করেছি। সাবেক উপাচার্যের বিভিন্ন অনিয়ম, দুর্নীতির বিরোধিতা করে বিশ্ববিদ্যালয়কে কলঙ্কমুক্ত করেছি।’
তিনি বলেন, ‘ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব পালনের সময় সাবেক উপাচার্যের সুবিধাভোগী একটি চক্র আমার বিরুদ্ধে গৃহকর্মীকে যৌন হয়রানির মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলে আমার সম্মান ক্ষুণ্ন করার চক্রান্তে লিপ্ত হয়।’
তার বিরুদ্ধে আনা অভিযোগের প্রতিবাদে শাহজাহান বলেন, ‘এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তদন্ত করে সত্য উদ্ঘাটনের দাবি জানাচ্ছি।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শাহজাহানের স্ত্রী, পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক হালিমা খাতুনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা।