সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ নিয়ে সংসদে দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের জবাবে তাৎক্ষণিক কিছু বলতে রাজি নন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তিন দিনব্যাপী বৈঠকশেষে বৃহস্পতিবার রাত পৌনে নয়টার দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফখরুল।
গণমাধ্যমকর্মীরা প্রধানমন্ত্রীর বক্তব্য উল্লেখ করে প্রশ্ন করলে তা এড়িয়ে যান ফখরুল। এরপর বলেন, ‘বলুক, বলার সময় হলে বলবো।’
আরেক প্রশ্নের জবাবে তিনি জানান, বিএনপি এখন নির্বাচন কমিশন নিয়ে কোনও চিন্তা করছে না। সাংগঠনিক বিষয়কে গুরুত্ব দেয়া হচ্ছে।
টানা তিনদিনের সাংগঠনিক বৈঠক প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘দলের নেতাকর্মীরা রাজনৈতিক অবস্থা ও করণীয় নিয়ে বৈঠকে আলোচনা করেছেন। দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। আজকের (বৃহস্পতিবার) বৈঠকে অন্তত ২৬ জন বক্তব্য দিয়েছেন। উপস্থিত ছিলেন ৯২ জন নেতা।’
তিনি বলেন, ‘ধারাবাহিক বৈঠকের আজ শেষ দিন ছিল। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের বিভিন্ন স্তরের নেতাদের সঙ্গে মতবিনিময় করছেন। আজকের বৈঠকে তিনি কথা বলেছেন, স্থায়ী কমিটির সদস্যরাও বক্তব্য রেখেছেন।’
বিএনপি মহাসচিব জানান, শনিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আছে। এর আগে তিন দিনব্যাপী বৈঠক হলেও দলের কার্যনির্বাহী অনেক সদস্যের বক্তব্য শোনা বাকি আছে। এছাড়া জেলার সভাপতি, সাধারণ সম্পাদকরাও আছেন।শনিবারের বৈঠকে পরবর্তী করণীয় বিষয়ে আলোচনা হতে পারে। এছাড়া দেশের সার্বিক বিষয় নিয়ে বিভিন্ন পেশাজীবী সংগঠনের সঙ্গেও আলোচনার সম্ভাবনার কথা জানান ফখরুল।
প্রসঙ্গত, ২০১৮ সালের আগস্টের পর এবারই সরাসরি কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির শীর্ষনেতারা। ওই বছরের ফেব্রুয়ারিতে নির্বাহী কমিটির মিটিং করেছিলেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।
সাংবাদিকদের সঙ্গে বৃহস্পতিবার রাতে কথা বলার সময় বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন দলের দপ্তরের দায়িত্বে থাকা সৈয়দ এমরান সালেহ প্রিন্স, চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান, শামসুদ্দিন দিদারসহ বেশ কিছু নেতা।