সব শিক্ষার্থী কমপক্ষে এক ডোজ টিকা নেয়া সাপেক্ষে আগামী ১৭ থেকে ২০ অক্টোবরের মধ্যে খুলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)।
বৃহস্পতিবার বিকেলে সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
চবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সভায় আগামী ১৭ থেকে ২০ অক্টোবরের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত হয়। তবে এ সিদ্ধান্ত নির্ভর করছে টিকা গ্রহণের ওপর। সব শিক্ষার্থীকে কমপক্ষে এক ডোজ টিকা নিতে হবে।
তিনি আরও বলেন, ‘আমরা ৪৮ হাজার টিকার চাহিদা দিয়ে স্বাস্থ্য অধিদপ্তর ও সিভিল সার্জনকে চিঠি দিয়েছি। টিকা হাতে পেলে সবাইকে টিকার আওতায় আনা যাবে। আশা করছি ১৫ দিনের মধ্যে টিকার বিষয়ে সিদ্ধান্ত পাবো।’
মঙ্গলবার শিক্ষাপ্রতিষ্ঠানের আবাসন ও ক্লাসে পাঠদান শুরু করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও উপাচার্যদের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বৈঠকে ২৭ সেপ্টেম্বরের পর বিশ্ববিদ্যালয় খোলা যাবে বলে সিদ্ধান্ত হয়। এ সময়ের মধ্যে দেশের সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের টিকার জন্য রেজিস্ট্রেশন করতে বলা হয়।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করে টিকা কার্যক্রম শুরু করতেও বলা হয়েছে।