নরসিংদীর পলাশে সুমন মিয়া নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ বলছে, বুধবার ওই ব্যক্তি তার শ্বশুরবাড়ির উদ্দেশে বের হয়ে নিখোঁজ হন।
উপজেলার কাঁঠালতলা এলাকা থেকে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
সুমন মিয়া নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গোপালদী ব্যাপারীপাড়া গ্রামের বাসিন্দা।
বিকেল ৫টার দিকে নিউজবাংলাকে সুমনের পরিচয় নিশ্চিত করেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস।
তিনি জানান, সুমন বুধবার বিকেলে বাড়ি থেকে নরসিংদীর শিবপুরে শ্বশুর বাড়ির উদ্দেশে বের হন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ আরও জানায়, বৃহস্পতিবার সকালে পলাশ উপজেলার চরসিন্দুর-পাঁচদোনা সড়কের মালিতা-কাঁঠালতলা এলাকার আসাদ মিয়ার বাড়ির পাশের মেহগনি গাছে সুমনের মরদেহ ঝুলতে দেখে স্থানীয়রা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।
দুপুরে সুমনের শ্বশুরবাড়ির লোকজন তার পরিচয় নিশ্চিত করেন।
ওসি ইলিয়াছ জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদনের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেয়া হবে।