বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চার মাস আগে দাফন, মরদেহ অবিকৃত থাকার দাবি

  •    
  • ১৬ সেপ্টেম্বর, ২০২১ ১৪:৩৮

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমি বিভাগের অধ্যাপক হুমায়রা নওসাবা নিউজবাংলাকে বলেন, চার মাস আগে দাফন করা মরদেহে কোনো বিকৃতি ঘটেনি-এমনটি সম্ভব নয়। এই সময়ের মধ্যে মাংসে পচন এবং মরদেহে কোনো না কোনো পরিবর্তন ঘটবেই। তবে তাপমাত্রা অনেক সময়ে মরদেহের পচনে প্রভাব ফেলে।

নদীভাঙনে কবর ধসে যাওয়ায় বেরিয়ে আসে মরদেহের একাংশ। সেটি পরে আবারও দাফন করেন স্বজন ও স্থানীয় লোকজন। তাদের ভাষ্য, চার মাস আগে ওই নারীকে কবর দেয়া হলেও মরদেহে পচন ধরেনি। এই খবর ছড়িয়ে পড়লে লাশ দেখতে উৎসুক মানুষ ভিড় করে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নে উত্তর ধলডাঙা গ্রামে।

৫০ বছর বয়সী ওই নারীর নাম রেনুকা বেগম। তিনি ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আমবাজ আলীর স্ত্রী।

শিলখুড়ি ইউনিয়নের চেয়ারম্যান ইসমাইল হোসেন ইউসুফ নিউজবাংলাকে বলেন, রেনুকা শারীরিক অসুস্থতার কারণে সাড়ে চার মাস আগে মারা যান। পরে বাড়ির পাশে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

চলতি মাসে কালজানি নদীর ভাঙনে কবরের একপাশ ধসে গেলে মরদেহের একাংশ বেরিয়ে আসে। এ সময় এলাকার মানুষ অক্ষত অবস্থায় মরদেহটি দেখতে পান। এ খবর ছড়িয়ে পড়লে মরদেহটি দেখার জন্য ওই এলাকায় মানুষের ঢল নামে। পরে পরিবারের সদস্য এবং এলাকার লোকজন মরদেহটি ফের দাফন করেন।

তিনি আরও বলেন, ‘এ রকম অলৌকিক ঘটনার কথা লোকমুখে শুনেছি। এই প্রথম নিজে এমন ঘটনার সাক্ষী হলাম। পরিবারের সদস্যদের কাছে শুনেছি, তিনি পরহেজগার ও দানশীল নারী ছিলেন।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ এস এম সায়েম বলেন, ‘এমনটা হওয়া বিজ্ঞানসম্মত নয়। কোনো সংরক্ষণমূলক ব্যবস্থা ছাড়া সাধারণত দাফনের ১০ থেকে ১৫ দিনের মধ্যেই প্রাকৃতিক নিয়মেই মরদেহ পচে যাওয়ার কথা।’

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমি বিভাগের অধ্যাপক হুমায়রা নওসাবা নিউজবাংলাকে বলেন, চার মাস আগে দাফন করা মরদেহে কোনো বিকৃতি ঘটেনি- এমনটি সম্ভব নয়। এই সময়ের মধ্যে মাংসে পচন এবং মরদেহে কোনো না কোনো পরিবর্তন ঘটবেই। তবে তাপমাত্রা অনেক সময়ে মরদেহের পচনে প্রভাব ফেলে।

তথ্য আদান-প্রদানের উন্মুক্ত অনলাইন ফোরাম কোরা ডটকমে কিছু কিছু মৃতদেহ দীর্ঘদিন অবিকৃত থাকার ব্যাখ্যা দিয়েছেন কয়েকজন বিশেষজ্ঞ। এর মধ্যে নৃবিজ্ঞানী ফ্লয়েড অ্যারানয়েসি বলেন, মাটির অম্লত্ব, শীতলতা, অক্সিজেনের ঘাটতিসহ পরিবেশগত বিভিন্ন কারণে মরদেহ পচিয়ে দেয়ার ব্যাকটেরিয়ার অভাব ঘটতে পারে। এ কারণে কিছু ক্ষেত্রে দীর্ঘদিন পরেও অবিকৃত থাকে মৃতদেহ। এর পেছনে অলৌকিক কারণ নেই।

এ বিভাগের আরো খবর