ভারতের ১০ শতাংশ ধনী পরিবারের কাছে গচ্ছিত আছে দেশের ৫০ শতাংশের বেশি সম্পদ।
সম্প্রতি প্রকাশিত সরকারি প্রতিবেদনেই উঠে এসেছে এমন চিত্র।
ন্যাশনাল স্যাম্পল সার্ভে পরিচালিত সর্বভারতীয় ঋণ ও বিনিয়োগ জরিপ ২০১৯ পর্যালোচনায় দেখা গেছে, ১০ শতাংশ ধনী পরিবার শহর এলাকায় মোট সম্পদের ৫৫ দশমিক ৭ শতাংশের মালিক। আর তাদেরই অনেকে গ্রামাঞ্চলের ৫০ দশমিক ৮ শতাংশ স্থাবর-অস্থাবর সম্পত্তির মালিক।
ভারতে ২০১৯ সালের জানুয়ারি মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত এই জরিপ চালানো হয়। যার প্রতিবেদন ও পরিসংখ্যান সম্প্রতি প্রকাশ পেয়েছে।জরিপে দেখা গেছে, গ্রামীণ এলাকায় মোট সম্পদের পরিমাণ ২৭৬ দশমিক ৬ লাখ কোটি টাকা। এর মধ্যে ১৩৯ দশমিক ৬ লাখ কোটি টাকার সম্পদ ১০ শতাংশ ধনী পরিবারের।
জরিপ অনুযায়ী সম্পদের সর্বোচ্চ বৈষম্য রাজধানী দিল্লিতে। সেখানে শীর্ষ ১০ শতাংশ ধনী ব্যক্তিদের সম্পদের পরিমাণ ৮০ দশমিক ৮ শতাংশ। আর নিচের ৫০ শতাংশ মানুষের সম্পদের পরিমাণ মাত্র ২ দশমিক ১ শতাংশ।
আর্থিক বৈষম্যের এ ঘটনা দিল্লি ও পাশের গ্রামাঞ্চলের জমির উচ্চ মূল্যের ফল হতে পারে বলে ধারণা দেয়া হয়েছে প্রতিবেদনে।